মাদারীপুর অফিস : মাদারীপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে এভিসিবি-৩ প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসানাত খান বিস্তারিত তুলে ধরে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের যৌথ সহযোগিতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প কাজ করছে। ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে মাদারীপুরের ৫টি উপজেলার ১৬টি সক্রিয়করণ ও ৪৩টি রক্ষণাবেক্ষণ মোট ৫৯টি কর্মএলাকা রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করতে মাঠ পর্যায়ে কাজ করছে গ্রাম আদালত। এছাড়া গ্রামীণ এলাকার নারী, সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করছে।
হাসানাত আরো বলেন, চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ ও পাওনা টাকা আদায়, দখল পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে অনধিক ৩ লাখ টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে। যা অল্প সময়ে, স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ এবং বিবাদ নিষ্পত্তি করতে পারে গ্রাম আদালত এবং গত ৩ মাসে ২৮৩টি মামলা নিস্পত্তি করছে।
সভায় মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মুহাম্মদ হাবিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, এনজিও প্রতিনিধিসহ অন্যরা।
মাদারীপুরে ৩ মাসে গ্রাম আদালতে ২৮৩টি মামলা নিষ্পত্তি
Leave a comment