জন্মভূমি ডেস্ক : মালয়েশিয়ায় আটক হয়েছেন বিএনপি নেতা এম এ কাইয়ুম। দেশটিতে অবৈধভাবে অবস্থানের অভিযোগে তাকে আটক করে স্থানীয় আমপাং থানায় নেয় পুলিশ। শুক্রবার দুপুরে অভিবাসন আইনের আওতায় আটক করা হয়।
কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন।
কাইয়ুমের স্বজনরা জানান, ২০১৫ সাল থেকে মালয়েশিয়ায় তিনি ‘সেকেন্ড হোম’ হিসেবে অবস্থান করছেন। এর পাশাপাশি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তালিকাভুক্ত শরণার্থী হিসেবে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
জানতে চাইলে কুয়ালালামপুরে থাকা এম এ কাইয়ুমের স্ত্রী শামীম আরা বেগম বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় ফিরে গাড়ি পার্ক করছিলেন কাইয়ুম। এ সময় পুলিশ এসে তাকে থানায় যেতে বলে।
মালয়েশিয়ার পুলিশ বলছে, অবৈধভাবে অবস্থানের কারণে তাকে আটক করা হচ্ছে। কারণ তার পাসপোর্ট বাতিল হয়েছে। সোমবার আইনজীবীকে নিয়ে স্বামীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন শামীম আরা। বিএনপি নেতা কাইয়ুম ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলার আসামি।