
মনিরামপুর প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে মালয়েশিয়ায় মনিরামপুরের তিন যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন হৃদরোগে আক্রান্ত হয়ে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এরা হলেন উপজেলার তাজপুর গ্রামের আবু দাউদের ছেলে মহিদুল ইসলাম (৪৫), ঝাপা গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আবদুল মজিদ(৪৫) এবং হানুয়ার গ্রামের আমিন উদ্দিনের ছেলে মিন্টু হোসেন(৪৫)। হরিহরনগর ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক বিশ^াস জানান, নিহত তিনজনই মালয়েশিয়ার পেনাংশহরে বেসরকারি একটি সংস্থায়(নির্মান) শ্রমিকের কাজ করতেন। গত ১০ নভেম্বর মহিদুল ইসলাম কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১১ নভেম্বর রাতে ঘুমন্ত অবস্থায় আবদুল মজিদ হৃদরোগে আক্রান্ত হয়। ১২ নভেম্বর সকালে ঘর থেকে মজিদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ইউপি সদস্য আবু মুছা জানান, সাত বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান মজিদ। অপরদিকে মিন্টু হোসেন প্রায় ১০ বছর আগে মালয়েশিয়া যান। মিন্টু সড়ক দূর্ঘটনায় আহত হলে তাকে সরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর সকালের দিকে মিন্টুর মৃত্যু হয়। মনিরামপুরের তিন রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে তাদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা অপেক্ষার প্রহর গুনছে তাদের প্রিয়জনের মরদেহের জন্য।