জন্মভূমি ডেস্ক : বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা চতুর্থ দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন রোববার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বাহিনীর সদস্যরা বেলা ১টা ১০ মিনিটে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন ধরার খবর পেয়ে ঘটনাস্থলে যান ১টা ১৩ মিনিটে। আগুন নেভানো হয় সোয়া একটায়।
বাহিনীটি আরও জানায়, আগুন নেভানোয় কাজ করে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট।
এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে মোট ৯টি অগ্নিকাণ্ড ঘটেছে।
এদিকে ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সারা দেশে ১৫২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তাছাড়া দেশের যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। পূর্ববর্তী অবরোধের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আনসারের পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।