স্পোর্টস রিপোর্ট
টানা তিন জয়ের পর আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে হোঁচট খেয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১-১ গোলে ড্রয়ের পর মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরলো তারা। কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারালো শন লেনের শিষ্যরা।
দুই অর্ধে সুলেমানে দিয়াবাতে ও মুনজির কুলিদিয়াতির গোলে পাওয়া এই জয়ে পয়েন্ট তালিকায় চারে উঠে গেছে মোহামেডান। ১১ ম্যাচে ৫ জয় ও ৪ ড্রয়ে ১৯ পয়েন্ট তাদের, সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে তাদের পেছনে পাঁচে নেমে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব।
মুক্তিযোদ্ধা ষষ্ঠ হারের স্বাদ পেয়েছে, ৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ১২ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে বসুন্ধরা কিংস।
৩৫ মিনিটে সুলেমানের গোলে এগিয়ে যায় মোহামেডান। ম্যাচের সময় এক ঘণ্টা পার হওয়ার পরই মুনজির ব্যবধান দ্বিগুণ করেন।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৪৯ মিনিটে ওতাবেকের গোলে এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি শেখ জামাল। দুই মিনিট পর রেমির সমতাসূচক গোলে তাদের হোঁচট দেয় রহমতগঞ্জ। শেষ অর্ধের যোগ করা সময়ে সিল্লাহ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে শেখ জামাল। পঞ্চম ড্রয়ে বসুন্ধরার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১১ তে নামালে শেখ জামাল। শীর্ষ দলটির চেয়ে এক ম্যাচ কম খেলে তাদের অর্জন ২৩ পয়েন্ট। রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে নবম স্থানে।