জন্মভূমি ডেস্ক : মেহেরপুরে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহেনাজ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তামিম হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, খুশি রাইস মিলের স্বত্বাধিকারী আজিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদূত রায়। চলিত মৌসুমে মেহেরপুর জেলার তিন উপজেলায় ১৩২০ মন ধরে ১৯৪১ টন ধান ও ১৮৮০ টাকা মন দরে ১ হাজার ৯৫ টন চাল সংগ্রহ করা হবে।
মেহেরপুরে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

Leave a comment