জন্মভূমি ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামে ইসারুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির গরুর খামারের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু ও ঠিকানাবিহীন এক পাতা চিরকুট উদ্ধার করেছে থানা পুলিশ।
ইসারুল ইসলাম উপজেলার হিজরলবাডিয়া গ্রামের মোল্লাপাড়ার আব্দুল মালেকের ছেলে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বোমা সদৃশ দুটি বস্তু ও ভাঙা ভাঙা হাতে লেখা ঠিকানাবিহীন এক পাতার চিরকুট গাংনী থানা পুলিশের এসআই দেবাশীষসহ সঙ্গীয় ফোর্স উদ্ধার করেন। গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের এসআই দেবাশীষের নেতৃত্বে একটি টিম হিজলবাড়িয়া গ্রামের মোল্লাপাড়ায় ইসারুল ইসলামের গরু খামারের সামনে থেকে লাল টেপ দিয়ে জড়ানো দুটি বোমা সদৃশ বস্তু ও ঠিকানাবিহীন এক পাতার চিরকুট সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি উদ্দেশে এটা রেখে গেছে তার কারণ জানা সম্ভব হয়নি। এ ঘটনা তদন্তে পুলিশ মাঠে রয়েছেন।
তবে ওই ঘটনায় ভুক্তভোগী ইসারুল ইসলাম জানান, রাতের আঁধারে কে বা কারা বোমা সদৃশ দুটি বস্তু ও চিরকুট ফেলে রেখে গেছে তা তিনি জানেন না। তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ঘটনায় গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলেও জানান তিনি।
মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার
Leave a comment