জন্মভূমি ডেস্ক : মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার দায়ে করমদি গ্রামের দিঘীরপাড়ার বিসমিল্লাহ ট্রেডার্সে স্বত্বাধিকারী আশরাফ আলী (৬০) কে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ দন্ড প্রদানের তথ্য নিশ্চিত করেন।
আশরাফ আলী করমদি গ্রামের সরকার পাড়ার মৃত রফিজ উদ্দীন বিশ্বাসের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকার অনুমোদিত বিসিআইসি ডিলার না হওয়া সত্ত্বেও নিজ গোডাউনে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের এমন অভিযোগের প্রেক্ষিতে করমদি গ্রামের সরকার পাড়ায় অভিযান চালিয়ে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স এর স্বত্বাধিকারী আশরাফ আলী (৬০) কে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮ (১) ধারা লঙ্ঘনে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক। ঘটনাস্থল থেকে ৯০ বস্তা ইউরিয়া ও ২৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মেহেরপুরে সার ব্যবসায়ীকে জরিমানা
Leave a comment