মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়। এতে অংশ নেন প্রতিবন্ধী নারী-পুরুষ, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। র্যালী শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন প্রতিবন্ধীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করেন। পরে শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, চাঁদপাই ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ রোকোনউদ্দিন হাওলাদার, সেন্ট পলস ক্যাথলিক মিসনের পালক পুরোহিত ফাঃ রিপন সরদার, কারিতাস এসডিডিবি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ রবিন রবার্ট গোলদার। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।