মোংলা প্রতিনিধি : উপকূলীয়, চর ও হাওর এলাকায় জলবায়ু ঝুঁকিপূর্ণ জনপদগুলোর ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির জন্য মোংলায় সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা শীর্ষক কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মোংলা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিপংকর দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: শাহিন, ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম, মো: ফজলুল হক, ড. সামিয়া এ সেলিম।
এছাড়া মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, পৌর কাউন্সিলর কবির হোসেন, এইচ এম শরীফুল ইসলাম, বাহাদুর মিয়া, হুমাউন হামিদ নাসির, জাহানারা হোসেন চানু, জোহরা বেগম, শিউলি আকন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাজেদা ফাউন্ডেশন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত একটি জনমুখী এবং উন্নয়নমূলক প্রতিষ্টান হিসেবে কাজ করে যাচ্ছে। সাজেদা ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি বাংলাদেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫টি জেলার মোট ৯টি উপজেলায় তাদের কার্যক্রম শুরু করেছে। এই কর্মসূচির লক্ষ্য হলো বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকার জনসমষ্টিকে জলবায়ু সহিষ্ণু হিসেবে গড়ে তোলা।
প্রতিষ্ঠানটি ৩২টি জেলা ও ১৮৬টি উপজেলায় দারিদ্র্য বিমোচন, আর্থিক অন্তর্ভূক্তি, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য, হাসপাতাল সেবাসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।