মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় বজ্রপাতে একজন নিহত ও অপর আরেকজন আহত হয়েছেন। নিহতের লাশ ও আহত ব্যক্তি বন্দর হাসপাতালে রয়েছেন। খবর পেয়ে হাসপাতালে গেছেন পুলিশও।
উপজেলার বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস জানান, শনিবার দুপুর ১টার দিকে পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের স্থায়ী বন্দর শিল্প এলাকার মেঘনা সিমেন্ট ফ্যাক্টরীর পূর্বে পাশের বালুর মাঠে ড্রেজার দিয়ে বালু সরবরাহের পাইপ লাইনে কাজ করছিলো কয়েকজন শ্রমিক। তখন হঠাৎ ঝড়-বৃষ্টি ও বিদ্যুৎ চমকানি শুরু হয়। ওই সময় ফাঁকা মাঠে কাজ করতে থাকা এনামুল শেখ (৩৭) ও মিলন শেখ (২৩) আকস্মিক বজ্রপাতের শিকার হন। তাৎক্ষনিকভাবে আশপাশের অন্যান্য শ্রমিকেরা ওই দুইজনকে উদ্ধার করে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এনামুল শেখকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত মিলন শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত এনামুল বাগেরহাটের রামপাল উপজেলার কালেখাঁরবেড় ইউনিয়নের কালেখাঁরবেড় এলাকার ফজিলত শেখের ছেলে। আর আহত মিলন শেখ মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গোয়ালেরমেঠ এলাকার রেজাউল শেখের ছেলে। এনামুল ও মিলন বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আত্মঘাতী ড্রেজার (খাল-বিল-জলাশয়ের ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনকারী) ব্যবসায়ী শ্রীবাস মন্ডলের (৩২) কর্মচারী ছিলেন।
ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন, বজ্রপাতে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেয়া হয়েছে। তারপর লাশের বিষয়ে সিদ্ধান্ত নিবেন পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।