মোংলা প্রতিনিধি
নিম্ন চাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও জ্বলোচ্ছাসে প্লাবিত এবং জলাবদ্ধতার শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার পশুর নদীর পাড়ের চিলা ও চাঁদপাই ইউনিয়নের জলাবদ্ধতার শিকার হওয়া পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেন। দুর্গতদের ঘরে-ঘরে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ৫০টি পরিবারকে দেয়া হয়েছে এ খাদ্য সহায়তা। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৪ কেজি চাল, ১ কেজি চিড়া ও প্যাকেট বিস্কুট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার বলেন, জ্বলোচ্ছাস ও বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে বাড়ীঘর হতে বের হতে না পারা ও তাদের চুলা না জ্বলায় এ খাদ্য সহায়তা প্রদাণ করা হয়েছে। তিনি আরো বলেন, জলাবদ্ধতা শিকার এমন কোন পরিবারের এ সহায়তার প্রয়োজন হলে আমাকে ফোন করলে তাদের কাছে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে।
মোংলায় জলাবদ্ধতার শিকার পরিবাবারগুলোকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও
Leave a comment