বিজ্ঞপ্তি : মোংলা বন্দর হাসপাতালে রোববার সকাল দশটায় লেবার রুমের উদ্বোধন করা হয়। লেবার রুমের উদ্বোধন করেন মোংলা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল মোহাম্মদ মুসা। আরও উপস্থিত ছিলেন হারবার ও মেরিন/অর্থর সদস্য কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, প্রকৌশল ও উন্নয়নের সদস্য যুগ্মসচিব মো: ইমতিয়াজ হোসেন, বন্দর হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সিবিএ নেতৃবৃন্দ। মোংলা বন্দর হাসপাতালের লেবার রুমের উদ্বোধনের ফলে বন্দরের মহিলা কর্মকর্তা ও কর্মচারী ও তাদের মহিলা পোষ্যদের গর্ভকালীন স¦াস্থ্যসেবা ও নরমাল ডেলিভারি দেয়া সম্ভব হবে।