সোহেল আহমেদ, কালিগঞ্জ : দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ভারী শিল্প মোবারকগঞ্জ সুগার মিলের সিবিএ নির্বাচন অনিবার্য কারণবশত স্থগিত করেছে শ্রম অধিদপ্তর।
তফসিল অনুযায়ী আগামী ৫ই জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু হঠাৎ করেই শ্রম অধিদপ্তর যশোর অফিস ভোটের তফসিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। সেই আলোকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক (নির্বাচন কমিশনার) অনির্দিষ্টকালের জন্য নির্বাচন বন্ধ করে দিয়েছে ।
জানা গেছে চুক্তিভিত্তিক ভোটাররা ইতিপূর্বে ভোট দিয়েছে এবং প্রার্থী হয়ে নির্বাচনও করেছে। কেউ কেউ নির্বাচিত হয়ে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছে । এই সমস্ত চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের এবার ভোটার থেকে বাদ দেওয়া হয়েছে। এদের অভিযোগের প্রেক্ষিতে শ্রম অধিদপ্তর যশোর অফিস নির্বাচন কিছুদিনের জন্য বন্ধ রাখার অনুরোধক্রমে নির্দেশ দিয়েছেন।