মোরলগঞ্জ প্রতিনিধি : বাগরহাটর মারলগঞ্জ হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয়র সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারর বিরুদ্ধ বিদ্যালয় ৫টি পদ ২ পদই ছল ও ভাই আত্মীয়করন, গাপনীয়ভাব অর্থর বিনিময় নিয়াগর পায়তারার অভিযাগ উঠছ। এ বিষয় ম্যানজিং কমিটির ৩ জন অভিভাবক সদস্য ও একাধিক আবদনকারি প্রার্থীরা পথক পথক বাগরহাট জলা প্রশাসক, উপজলা নির্বাহী অফিসার, জলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযাগ দায়র করছন। আবদনকারি ও স্থানীয়দর দাবি নতুন কর বিজ্ঞপ্তি প্রকাশ কর স্বছ প্রক্রিয়ায় নিয়াগ দওয়ার।
প্রাপ্ত অভিযাগ জানাগছ, উপজলার জিউধরা ইউনিয়নর হাজ্বী রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, অফিস সহকারী কাম-হিসাব সহকারী, পরিছন্তাকর্মী, আয়া ও অফিস সহায়ক শূন্য/সষ্ট ৫ টি পদ গত ২৫ আগষ্ট-২০২৩ ম্যানজিং কমিটির একাধিক অভিভাবক সদস্যদর কান কিছু না জানিয় গাপন রখ এলাকায় না আসা বহুল প্রচারিত পত্রিকা ব্যতিরখ নিয়াগ বিজ্ঞপ্তি প্রকাশ কর। য কারন এলাকার অনক প্রার্থী আবদন করত পারনি। যারা আবদন করছ তাদর মধ্য অনক প্রার্থীরা আশকাং প্রকাশ করছন একাধিক পদ সভাপতির নিজ ছল অফিস সহকারী কাম-হিসাব সহকারী পদ রজাউল ইসলামক, ছাট ভাই অফিস সহায়ক পদ মা. সাইফুল ইসলাম ও অন্যান্য পদ অর্থর বিনিময় আত্মীয় স্বজনক নিয়াগ দওয়া হব বল এলাকায় কথা উঠছ।
বিদ্যালয়রর ম্যানজিং কমিটির অভিভাবক সদস্য, অভিযাগকারি তাপস কুমার হালদার, আব্দুর রশিদ হাওলাদার, রিনা বগম বলন, ম্যানজিং কমিটির মিটিংয় নিয়াগ সংক্রাÍ সভার বিষয় সভাপতি কান কিছুই তারা অবহিত নন। সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারর কাছর ২/১ জনর লাক গাপনীয়ভাব নিয়াগ দওয়ার পায়তারা করছন। বহুল প্রচারিত পত্রিকায় নতুন কর বিজ্ঞপ্তি প্রকাশ কর মধা ভিত্তিক স্বছ প্রক্রিয়ায় নিয়াগ সম্পূন করার দাবি জানাই উর্দ্ধতন প্রশাসনর প্রতি।
বিদ্যালয়র সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার বলন, তার বিরুদ্ধ আনিত অভিযাগ সঠিক নয়, নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ছ। একাধিক পদ আবদন পড়ছ অনক। ছল ও ভাই প্রার্থী থাকায় তিনি নিয়াগ বার্ড সভাপতি হিসব থাকবন না। (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গিরিশ চদ্র সন বলন, ৫টি পদ ২৮টি আবদন পড়ছ। আবদনর যাচাই-বাছাই কার্যক্রম শষ হয়ছ। আবদনকারিদর ২১ নভম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়ছ।
অভিযাগকারি ও সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য মা. শহিদুল ইসলাম বলন, একজন জনপ্রতিনিধি ও এলাকার সচতন নাগরিক হিসব অনিয়ম ও দুর্নীতির অভিযাগ তুল নির্বাহী কর্মকর্তার দপ্তর অভিযাগ দায়র করছি। শিক্ষা প্রতিষ্ঠান স্বছ প্রক্রিয়ায় নিয়াগর দাবি জানাছি। নিয়াগ বার্ডটি অন্য জায়গায় বস হওয়ার ষড়য¿ চলছ।
এ বিষয় উপজলা নির্বাহী অফিসার এস এম তারক সুলতান বলন, রাজাউল্লাহ মাধ্যমিক বিদ্যালয় নিয়াগ সংক্রাÍ অভিযাগটি তদÍর জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাক নির্দশনা দওয়া হয়ছ। জাতীয় সংসদ নির্বাচনর পর এ নিয়াগ প্রক্রিয়া সম্পন করার জন্য বলা হয়ছ। নির্দশ অমান্য করল আইনগত ব্যব¯া গ্রহনর জন্য উর্দ্ধতন কর্মকর্তাদর লিখিতভাব জানানা হব।
এ সর্ম্পক বাগরহাট জলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুর রহমান বলন, বিদ্যায়র অভিযাগটি তদÍ সম্পূন করা হয়ছ। দুই একদিনর মধ্য প্রতিবদন পাঠানা হব। নিয়াগ বিধি মাতাবক হব।