মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দক্ষিণ জামিরতলা নূরুল ইসলাম দাখিল মাদ্রাসার ছাত্রী অপহরনের ঘটনার ১২ দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি ছাত্রী লিমা।
অপহৃত ওই ছাত্রীর মা লিপি বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের জামিরতলা গ্রামে দিনমজুর কালাম সরদারের মেয়ে ১০ শ্রেনীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী লিমা আক্তার (১৬)। ঘটনারদিন ৩০ জুলাই বাড়ি থেকে সকালে মাদ্রাসায় যাওয়ার পথিমধ্যে একই গ্রামের মৃত. সুলতান হাওলাদারের ছেলে একাধিক মামলার আসামি আবু জাফর মোটরসাইকেল যোগে জোরপূর্বক ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। পরে ছাত্রীর মা লিপি বেগম বাদি হয়ে মোরেলগঞ্জ থানায়
অভিযোগ দায়ের করেন।
সর্বশেষ বৃহস্পতিবার(১১ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
লিপি বেগম প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কন্ঠে বলেন, মেয়েয়ে অপহরণ করে নিয়েছে একজন চিহিৃত অপরাধী। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহয় পায়না। থানায় অভিযোগ দিয়ে মামলাও হয়নি মেয়েটিও উদ্ধার করতে পারেনি। আমি দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ওই মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোতালেব বলেন, লিমা আক্তার তার মাদ্রাসার নিয়মিত ছাত্রী। তবে কয়েকদিন ধরে মাদ্রাসায় আসেনা। লোকমুখে শুনেছি অপহরনের বিষয়টি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সদ্য অভিযোগ পেয়েছি। দ্রুত ওই মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের জন্য থানা ওসিকে তাগিদ দেওয়া হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। ওই ছাত্রীকে উদ্ধার করে ব্যবস্থা নেওয়া হবে।