মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ঘূর্ণিঝড় ‘মিধিলির’ প্রভাবে নিশানবাড়িয়া ইউনিয়নে ৭০ জন বেঁদে সম্প্রদায়ের মানুষের মাঝে শনিবার সকাল ১০টায় খাবার বিতরণ করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এ সময় রান্না করা খাবার পেয়ে বেঁদেরা খুবই আনোন্দিত এবং তরুণ চেয়ারম্যানের প্রশাংসায় পঞ্চমুখ।
জানাগেছে, এ ইউনিয়নে অস্থায়ীভাবে বেদে সম্প্রদায়ের মানুষের বসবাসরত জায়গাটুকুতে পানিতে তলিয়ে যায় এমন সংবাদ শুনে ইউপি চেয়ারম্যান বেদে জনগোষ্ঠির ৭০ জন অসহায় মানুষকে জিউধরা বাজার সংলগ্ন ২৮৬নং পশ্চিম জিউধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়নের ব্যবস্থা করা হয়। শনিবার ১৩নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খাবার বিতরণ করেন। ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম। এ সময় তার সাথে ছিলেন ইউপি সদস্য আঃ ছত্তার, আবু তাহের মিনা, সংরক্ষিত আসনের মোসা: ফরিদা বেগমসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।