
মিজানুর রহমান, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন কবলিত নদীর তীরবর্তী একটি এলাকা মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের অধীনে কুমারখালী জলকপাটের কাছে নদীর তীরের ৫৩ মিটার এলাকা জরুরি ভিত্তিতে মেরামতের কাজে চলছে। সেখানে মাটি দিয়ে খাদ ভরাটরে পরিবর্তে বালু দিয়ে ভরাট করে জিওব্যাগ ফেলে লেভেল করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কার্য নির্দেশিকায় ওই মেরামত কাজে জিওব্যাগ দিয়ে লেভেল করার পূর্বে মাটি দিয়ে খাদ ভরাট করার কথা থাকলেও সেখানে সহজলভ্য বালু ঢেলে লেভেল করা হয়েছে। যা, পানির চাপে দ্রুতই ধসে যাবে।
নাম প্রকাশ না করার শর্তে কর্মরত কয়েকজন শ্রমিক বলেন, জিওব্যাগ দিয়ে লেভেল করার পূর্বে নদী থেকে তোলা বালু দিয়ে খাদ ভরাট করা হয়েছে। উপরের দিক থেকে কিছু অংশে মাটিও দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা সোহাগ তালুকদার, মহারাজ তালুকদার, এনামুল আকনসহ অনেকে বলেন, জলকপাটের কাছে পানির চাপ বেশি পড়ে। এখানে ভাঙন মেরামতে বালু দেওয়া হয়েছে যা বেশিদিন টিকবেনা। প্রায় দশ লাখ টাকা ব্যায় বরাদ্দের এ কাজটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শেষ হবার কথা রয়েছে।
এ কাজের ঠিকাদার মো. বেল্লাল হোসেন বালু ব্যবহারের অভিযোগ অস্বিকার করে বলেন, স্থানীয়দের মধ্যে নানা ধরণের বিবাদ থাকায় তারা এ ধরণের অভিযোগ তুলেছে। এখানে কোন অনিয়ম হয়নি।
প্রকল্প প্রকৌশলী মো. নাহিদ হাসান বলেন, নদীর তীরের খাদ ভরাটে বালু ব্যবহারের সুযোগ নেই। ওখানে বালুভর্তি জিউব্যাগ ডাম্পিং করার আগে মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, কুমারখালী এলাকায় নদীর তীরে জরুরি মেরামত কাজে কোন অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।