জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস আয়োজনে মোরেলগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগিতায় জাল নোট প্রচলন প্রতিরোধ সচেতনা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় মোরেলগঞ্জ মিম কম্পিউটার সেন্টারে অনুষ্ঠানে কর্মশালায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার অতিরিক্ত পরিচালক মোঃ মনজুর রহমান।
একদিনব্যাপী ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক মোরেলগঞ্জ শাখার ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম। এতে মোরেলগঞ্জের সকল ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষক, রাজনৈতিক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সকলের সচেতনতার জন্য ডিসপ্লের মাধ্যমে জাল নোট কিভাবে চিহ্নিত করা যায় তার প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব সুকুমার রায় সোনালী ব্যাংক বাগেরহাট শাখা। যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মিজানুর রহমান। সহকারি জেনারেল ম্যানেজার সনৎ কুমার পাল বাগেরহাট সোনালী ব্যাংক শাখা।
কর্মশালায় মোরেলগঞ্জে থাকা রুপালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামি ব্যাংক, আইএফআইসি, সাউথবাংলা, ডাচবাংলা, এনআরবিসি, ফাস্টসিকিউরিটি ও কৃষিব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধ জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
![](https://dainikjanmobhumi.com/wp-content/uploads/2024/12/Screenshot_3-36-330x220.jpg)
Leave a comment