মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার মিলিতা সরকার, সিপিপি, ভলানটিয়ার, যুব গ্রুপ, ভিডিসি স্থানীয় রানী পুরুষ।
উপকূলীয় এলাকায় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।