
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা কে কে গ্রুপের চেয়ারম্যান কাজী খায়রুজ্জামানর শিপন-এর পিতা কাজী খোলাফত হোসেন আর নেই। সোমবার বেলা সাড়ে ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। এদিন বিকেল সাড়ে ৬ টায় নিজবাড়ি শেখপাড়া এলাকায় তৃতীয় নামাজে জানাজা শেষ পারিবিারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক এম.এ সালাম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম অংশ গ্রহন করেন। প্রায়াত কাজী খেলাফত হোসেন দীর্ঘদিন শিক্ষকতাসহ সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।