মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দক্ষিণ সুতালড়ী মনির উদ্দিন দাখিল মাদ্রাসায় আয়া ও নৈশপ্রহরী পদে গোপনীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় মাদ্রাসায় হট্টগোল। অভিভাবকদের তোপের মুখে সুপার ও সভাপতি ।
পূর্বের সার্কুলার বাতিল করে নতুন ভাবে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি স্থানীয়দের। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির হাওলাদার। রবিবার বেলা ২টায় মাদ্রাসা চত্বরে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় করেছেন স্থানীয় অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য মো. নাসির উদ্দিন, ছাত্র অভিভাবক বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. শাহ আলম, মো. হেলালুজ্জামান, ফেরদৌস হাসান, আবুল কালাম, মো. আলাউদ্দিনসহ একাধিক অভিভাবকরা বলেন, মাদ্রাসা সুপার মো. মতিউর রহমান খান, সভাপতি মিজানুর রহমান খানের যোগসাজসে বিধিবহিভুত বহুল প্রচারিত পত্রিকায় ছাড়াই গোপনীয়ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দুটি পদে আবেদনের সময় সীমা গোপন রাখে। এমনকি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক জানেননা বিজ্ঞপ্তিটির বিষয়। পরবর্তীতে আবেদনের প্রার্থী হতে চাওয়া কয়েকজন মাদ্রাসার সুপারের নিকট জানতে চাইলে তিনি রবিবার আবেদনের শেষ তারিখ বলে জানিয়ে দেয়। টাঙ্গানো হয়নি বিজপ্তির কাগজ অফিসিয়াল বোর্ডে। এক পর্যায় মাদ্রাসা চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় অভিভাবকরা। তারা সুপারের অনিয়ম ও দুর্ণীতির বিচারের দাবি জানান। এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. মতিউর রহমান খান বলেন, বিজ্ঞপ্তিটি ২৯ অক্টোবর-২০২৩ ম্যানেজিং কমিটির সদস্যদেরকে অবহিত করে সভাপতি তিনি নিজেই প্রকাশ করেছেন। এ পরিস্থিতির আলোকে নতুন করে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এ সর্ম্পকে মাদ্রসার সভাপতি মো. মিজানুর রহমান খান বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক রেজুলেশন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ দিন ৮ টি আবেদন পড়েছে।