মিজানুর রহমান, মোরেলগঞ্জ : শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীগুরু’র ১৩২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে অনুষ্ঠিত এসকল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
সভাপতিত্ব করেন শ্রীগুরু সঙ্ঘের সভাপতি শোমনাথ দে। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক অসীম কুমার কর্মকার, কাউন্সিলর শংকর কুমার রায় ও অশোক সাহা।