
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে কাভার্ডভ্যানের চাপায় ঠাকুর রায় (৫৫) নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মধুমতি নদীর আবুল খায়ের সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুরের বাড়ি উপজেলার গিরিশনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে তিনি বাড়ি থেকে বাইসাইকেলে ইটভাটায় যাওয়ার পথে সাইকেল ঠেলে সেতুর ওপর উঠছিলেন। এ সময় গোপালগঞ্জের দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান হঠাৎ নিজের লেন ছেড়ে বিপরীত পাশে এসে তাকে চাপা দেয়, এসময় ঘটনাস্থলেই ঠাকুর রায় নিহত হন। দুর্ঘটনার পর গাড়িটি দ্রুতগতিতে খুলনার দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা চালকের ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ করেন। দুর্ঘটনার পর চালক হুশ ফিরে পেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ইটভাটা শ্রমিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ঠাকুর প্রতিদিনের মতোই সেদিন কাজে বের হয়েছিলেন। কিন্তু কর্মস্থলে যাওয়ার পথেই তার প্রাণ গেল। ঘটনাটি এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে।
মোল্লাহাট হাইওয়ে থানর ওসি আসাদুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি কিন্তু ঘাতক কাভার্ডভ্যানটি ঘটনাস্থল ত্যাগ করায় গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি” শনাক্তের জন্য চেষ্টা চলছে।

