মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : মোল্লাহটে বুধবার (৭ ফেব্রুয়ারি) শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম, অধ্যক্ষ এল জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো: শওকত হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক উম্মে হামিমা। উপস্থাপনা করেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য মোহাম্মাদ আলী মোহন।