মোল্লাহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে মোটর সাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরোহী ২ জন গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার ভান্ডারখোলা এলাকার মোল্লাহাট – চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাহাদুল(২৭) পিতা- ছাইদুর রহমান মৃত্যুবরণ করে। অন্যা দুই আরোহী তারেক খাকী (২০) ও মানিক শেখের (২০) অবস্থা আশঙ্কাজনক। আহতদের বাড়ি মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামে।