মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাট প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় মোল্লাহাট প্রেসক্লাব মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি, নতুন ভবন নির্মানে জমি বরাদ্দ কার্যক্রম ত্বরান্বিতকরণ, সদস্যদের নিয়মিত মাসিক চাঁদা আদায় ও কল্যাণ তহবিল সমৃদ্ধিকরণ, আয়-ব্যায়ের হিসাব উপস্থাপনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত রেজুলেশনের মাধ্যমে গৃহীত হয়।
সভা শেষে মধ্যাহ্নভোজ আয়োজন করা হয়। উক্ত সভায় উল্লেখিত এজেন্ডার উপরে বক্তব্য রাখেন সাংবাদিক এম এম আরাফাতুল ইসলাম, মো: জেহাদ আলী, আবুল কাশেম কালিম, এম এম জাকির হোসাইন, মুসা কালিমুল্লাহ, মোঃ পারভেজ মিয়া, শরিফুল ইসলাম দিদার, এম এম সোহেল রানা মুরাদ, মোঃ সোহেল রানা, মো: বদিউজ্জামান, তরিকুল ইসলাম সজল, মনির হোসেন জমাদার, মীর মাসুদ, সাজ্জাদুল ইসলাম লিপ্টন, মোঃ শরিফুজ্জামান প্রমূখ।
মোল্লাহাট প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত
Leave a comment