যশোর অফিস : যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে পৌনে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কারারক্ষী মিরাজুল ইসলামের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার শার্শার যাদবপুর গ্রামের সাজাপ্রাপ্ত আসামি নয়ন ইসলামের স্ত্রী জোছনা খাতুন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। কারারক্ষী মিরাজুল ইসলাম যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মরত আছেন।
মামলার অভিযোগে জানা গেছে, শার্শার যাদবপুর গ্রামের নয়নের একটি মামলায় যাবজ্জীবন সাজা হওয়ায় তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছে। কারাগারে থাকার সুবাদে কারারক্ষী মিরাজুল ইসলামের সাথে নয়নের পরিচয় হয়। কারারক্ষী মিরাজুল ইসলামের চাচা ও মামা হাইকোর্টের বিচারপতি বলে নয়নকে ৪ মাসের মধ্যে জামিন করিয়ে দেয়ার আশ^াস দেন। কারারক্ষী মিরাজুল ইসলাম আটক নয়নের সাথে তার জামিন করাতে ৩ লাখ টাকার চুক্তি করে। এরপর নয়নের স্ত্রী জোছনা খাতুন ৩ দফায় ১ লাখ ৮৮ হাজার টাকা দেন কারারক্ষী মিরাজুল ইসলামকে। কিন্তু নয়নকে জামিন করিয়ে দিতে পারেননি মিরাজুল ইসলাম। এ কারণে নয়ন তার কাছে টাকা ফেরত চাইলে মিরাজুল ইসলাম টাকা ফেরত দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে নয়নের স্ত্রী জোছনা খাতুন বাদী হয়ে আদালতে এ মামলা করেছেন।
যশোরের কারারক্ষী মিরাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা

Leave a comment