যশোর অফিস : যশোর সদরের নরেন্দ্রপুর গ্রামে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে মারপিটের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জনকে আসামি করা হয়। আসামিরা হলো নরেন্দ্রপুর গ্রামের সুমন হোসেন, আন্দুলিয়া গ্রামের আরাফাত, নরেন্দ্রপুর গ্রামের আল আমিন, একই গ্রামের রকিব হোসেন, সুলতান, টুলুল ও সাগর হোসেন ।
মামলায় বাদী উল্লেখ করেন আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। আসামিরা তাকে ও তার পরিবারের লোকজনকে মারপিট ও খুন জখম করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে আসছিলো। পহেলা সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে রুপদিয়া বেলতলা থেকে যুবলীগ অফিসে মিলাদ মাহফিল শেষে বাড়ি ফেরার সময় নরেন্দ্রপুর মাস্টার বাড়ি মোড়ে পৌঁছুলে আসামিরা মোটর সাইকেলের গতি রোধ করে হাতুড়ি লোহার রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাত্ত জখম করে। রবিউলকে মারপিট করে ডান ও বাম হাত ভেঙ্গে দেয়। আসামি আরাফাত চাকু দিয়ে পেটে আঘাত করতে গেলে বাম দিয়ে ঠেকালে কবজির উপর লেগে কেটে রক্তাত্ত জখম হয়। আসামিদের মারপিটে রবিউল মাটিতে পড়ে গেলে আসামি সুমন ও আরাফাত গলা চেপে ধরে শ^াসরোধ করার চেষ্টা করে। এ সময় রবিউলের পকেট থেকে ২২ হাজার টাকা ছিনিয়ে নেয় ও মোটর সাইকেল ভাংচুর করে। রবিউল চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।