
শহিদ জয়, যশোর : দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে আগ্রহীদের কাছে শনিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনের চারটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নতুন মুখ পাঁচ জন প্রার্থী বেশ আগে ভাগে থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা করে আসছেন। না আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেতে প্রচারণা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে সমর্থক সৃষ্টির লক্ষ্যে দৌড়ঝাঁপ করছেন তারা।
যশোরের ছয়টি আসনেই আওয়ামী লীগের অবস্থান খুবই শক্তপোক্ত। ছয়টিতে রয়েছে আওয়ামী লীগের সংসদ সদস্য। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এবার যশোরে ১৮ বছর বয়সী এবং ভোটারযোগ্য ও বাদ পড়া মিলিয়ে নির্বাচনে ভোট দেবেন ২৩ লাখ ৪০ হাজার ২২৮ জন। এর মধ্যে ১১ লাখ ৭৬ হাজার ৯১২ জন পুরুষ ও ১১ লাখ ৬৩ হাজার ৩১৪ নারী। এবার নতুন ভোটার বেড়েছে দুই লাখ ৪৮ হাজার ৯৪৪ জন।
জানা গেছে, বর্তমান ও সাবেক সংসদ সদস্যদের মধ্যে এবার যশোরের -২ আসন, ৪- আসন, ৫- আসন ও যশোর -৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী চার নতুন মুখ দেখা গেছে। যশোর-২ (ঝিকরগাছা- চৌগাছা) আসন থেকে এবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নতুন মুখ যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম। স্মার্ট কার্ড বিতরণ সহজতর, নতুন ভোটার নিবন্ধনসহ ডিজিটাল সেবা নিয়ে ঝিকরগাছা ও চৌগাছার দুই লাখ ভোটারদের দোরগোড়ায় সফলভাবে ডিজিটাল সেবা পৌঁছে দিয়েছেন তিনি।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসন থেকে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী নতুন দুই মুখ হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ ও যশোর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি। প্রচার প্রচারণা ও জনপ্রিয়তা বৃদ্ধির লড়াইয়ে কেউই পিছিয়ে নেই। সমাবেশ, মিছিল-মিটিং, গণসংযোগসহ বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।
যশোর -৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ এস এম ইয়াকুব আলী। তিনিও বিগত সময় ধরে বিভিন্ন গণসংযোগ সভা সমাবেশের মাধ্যমে নৌকার প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
যশোর-৫ (মণিরামপুর) থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজসেবক ও সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, মণিরামপুরের আপামর মানুষ আমার বিষয়টি জানেন। কোভিডসহ নানা দুর্যোগে মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
যশোর-৬ (কেশবপুর ) আসনে ছাত্রলীগের সাবেক নেতা, জেলা পরিষদ সদস্য আজিজ খন্দকার এলাকায় দোয়া চেয়ে পোস্টারিং করেছেন। তবে, তার মতামত জানতে কয়েকদফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।