যশোর অফিস : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় দুর্নীতি দমন কমিশন যশোরের উদ্যোগে শহরের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে বেলুন ফেন্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। এসময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক আল-আমিন।
উদ্বোধন শেষে যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গিয়ে শেষ হয়। মানববন্ধন ও শোভাযাত্রায় বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোরের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজামনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রমূখ।