
যশোর প্রতিনিধি : যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবা ও টিপডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলা মেহেরুল্লাহ রেলস্টেশন রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পি (৩০)। তিনি যশোর কোতয়ালী থানার সরদার বাগডাঙ্গা গ্রামের মো. মফিজুর রহমানের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, এসআই শেখ আবু হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই মো. নাজমুল ইসলাম সাথে নিয়ে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোস্তাফিজুর রহমানের ভাড়া বাসা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৮০ পিস টিপডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার টাকা।
ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো জানান,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

