যশোর অফিস
চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার ১৪ মার্চ সকালে চাঁচড়া বাজার মোড় ইজিবাইক ষ্ট্যান্ড বটতলা নামক স্থানের মাছ বাজারের পূর্ব পাশে মোছাঃ হামিদা বেগম নামে এক গৃহবধূকে এক কেজি দুইশো’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। তিনি যশোরের মণিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত খোকনের মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী। চাঁচড়া ফাঁড়ির এএসআই মোস্তাফিজুর রহমান জানান, রোববার ১৪ মার্চ সকাল পৌনে ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে অভিযান চালায়। এসময় সেখানে গাঁজা নিয়ে অবস্থানকারী গৃহবধূ দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায় হামিদা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১ কেজি ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে হামিদা বেগমকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছে। হামিদা বেগমকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে মাদক মামলায়।