যশোর অফিস : যশোরে ককটেল বিস্ফোরিত হয়ে অরূপ সর্দার(৭) নামে এক শিশুর বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে শহরের ষষ্ঠীতলা পিটিআই স্কুল সংলগ্ন পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত অরূপ সর্দার ঐ এলাকার বিনোদ সর্দারের ছেলে।
আহতের পিতা বিনোদ জানান বুধবার দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে অরূপ খেরা করছিল। এ সময় একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখে হাতে তুলে নেই। পরে নাড়া-চাড়া করতে গিয়ে হাতের উপরে ককটেল বিস্ফোরিত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগীতায় স্বজনরা রক্তাক্ত অবস্থা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনেন। এ সময় কতব্যরত ডাক্তার আহম্মেদ তারেক শামস্ শিশুকে ব্যবস্থাপত্র দেন। পরে মোবাইল ফোনে খবর পেয়ে আমি হাসপাতালে যায়।
ডাক্তার আহম্মেদ তারেক শামস্ জানান, শিশুটির বাম হাতের বৃদ্ধা ও তর্জনী আঙ্গুল রক্তাক্ত জখম হয়ে কিছু মাংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
যশোরে ককটেল বিস্ফোরনে শিশু আহত
Leave a comment