যশোর অফিস : গত ২৪ ঘন্টায় যশোরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪২জন আক্রান্তর কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগ। চলতি বছরে জানুয়ারী থেকে ২৯অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৬২জন। মারা গেছে ১৫জন। আগের চেয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা হ্রাস পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগে কর্মরত ফালাক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় যশোর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ৪২জন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে ১৯জন,অভয় নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২জন, মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন, বাঘারপাড়া ও কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জনকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সভা থেকে যশোরের অফিস এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
যশোরে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৪২জন
Leave a comment