যশোর অফিস : যশোর সদর উপজেলার বিরামপুর উত্তর-পশ্চিমপাড়ার মারুফের দোকানের সামনে অবস্থান নিয়ে গাজা বিক্রিকালে হাসানুর রহমান নামে এক মাদক বিক্রেতাকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। হাসানুর রহমান এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
যশোর উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে থানায় মাদক আইনে মামলা দিয়েছেন।
উপশহর পুলিশ মোটর সাইকেল যোগে ক্যাম্প এলাকায় অভিযান শুরু করেন। রাত ১০ টার পর বিরামপুর উত্তর-পশ্চিম পাড়ার মারুফ এর দোকানের সামনে অবস্থান নিয়ে গঁাজা বিক্রি করছিল। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টেরপেয়ে সেখান থকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে হাসানুর রনহমানকে বিক্রিত গঁাজাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ ১শগ্রাম গঁাজা উদ্ধার করেন।