যশোর অফিস : ক্ষমতার দাপট দেখিয়ে আতংক সৃষ্টি ও দেশিয় অস্ত্র শস্ত্র সুইচ গিয়ার চাকু রাখার অপরাধে যশোর সদর ফাঁড়ি পুলিশ দুই কিশোর অপরাধিকে আটক করেছে। আটককৃতরা হলো চাঁচড়া রেলগেট পশ্চিম পাড়ার আলি আজিবর শেখের ছেলে আরাফাত ইসলাম প্রকাশ ফিরোজ শেখ (২৪) ও চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে রনি (২৮)।
চাঁচড়া ফাঁড়ির এ এস আই মহসিন আলী জানান, ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের গাড়ি খানা তেল পাম্পের পিছনে জেসিকা বিউটি পার্লার এন্ড বুটিকের সামনে থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা জেসিকা বিউটি পার্লারের সামনে নিজেদের ক্ষমতার দাপট দেখানোর জন্য দেশি অস্ত্র শস্ত্র নিয়ে সমবেত হয়ে জনমনে ভীতি ও আতংক সৃষ্টি করছিলো। আটককৃত ফিরোজ শেখের কোমর থেকে একটি স্টিলের ১৩ সেন্টিমিটার লম্বা সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলঅ হয়। মঙ্গলবার আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
যশোরে চাকুসহ দুই কিশোর আটক

Leave a comment