যশোর অফিস : যশোর সদর উপজেলার ডাকাতিয়ায় চোরাই মালামাল বেচাকেনার সময় ওই এলাকার বিল্লাল গাজী নামের এক যুবককে (৩৮) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা একজন পালিয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানার এস আই মিজানুর রহমান দুইজনকে আসামি করে মামলা করেন। পলাতক আসামি একই এলাকার রবিউল ইসলাম ।
মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে নুরপুর ব্যাংক মোড়ে অবস্থানকালে পুলিশ জানতে ডাকাতিয়া মাঠ পাড়ায় কতিপয় ব্যক্তি চোরাই ভ্যানের পার্টসপত্র ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে পুলিশ বিল্লাল গাজিকে আটক করে। পুলিশ আটক বিল্লাল গাজির দেখানো মতে ভ্যানের ফ্রেম, বডি ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।