যশোর প্রতিনিধি : সেনাবাহিনীর সিভিলে ও নার্সের চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মুক্তি অধিকারী (৫৬) নামে এক নারীর বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। ওই নারী যশোরের মণিরামপুর উপজেলার চিনেটোলার নাগোর ঘোপ গ্রামের মনিরুলের স্ত্রী।
যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়া গ্রামের মোহাম্মদ শাহীন অভিযোগ করেছেন, মুক্তি অধিকারী তাদের এলাকার মহব্বতের বাড়ির ভাড়াটিয়া। তিনি সেনাবাহিনীর সিভিলে চাকরি করেন বলে এলাকার লোকজনকে জানান। সেই সুবাদে তার সাথে সুস্পর্ক গড়ে ওঠে। তিনি তার প্রাপ্ত রেশন নিজে ব্যবহার না করে তাদের কাছে বিক্রি করার কথা বলেন। শীলা ও ঝর্ণা নামে দুই গৃহবধূও রেশন কিনতেন। রেশন বিক্রি বাবদ তার কাছ থেকে ৯০ হাজার টাকা, শিলার কাছ থেকে ১ লাখ টাকা ও ঝর্ণার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়া হয়।
এক সময় মুক্তি প্রস্তাব দেয় টাকার বিনিময়ে তিনি সেনাবাহিনীর সিভিলে চাকরি দিতে পারবেন। তার কথায় বিশ্বাস করে গত ২০ মার্চ ছেলের চাকরির জন্য মুক্তির হাতে ১ লাখ ৬০ হাজার টাকা, শীলার মেয়েকে নার্সের চাকরির জন্য এক লাখ টাকা ও ঝর্ণার বোনকে নার্সের চাকরির জন্য সাড়ে ৩ লাখ টাকা তুলে দেয়া হয়।
এরপর সে চাকরি দিতে পারেনি। রেশনও বিক্রি বন্ধ করে দেয়। তাকে চাপ দেয়া হলে ভাড়া বাড়ি ছেড়ে আত্মগোপনে আছে। তার সাথে যোগাযোগও করা যাচ্ছে না। তাদের ধারণা প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে মুক্তি চম্পট দিয়েছে। ঘটনাটি তদন্ত করছেন উপশহর ফাঁড়ির এসআই কামাল হোসেন।