যশোর অফিস : শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ‘গণতন্ত্র মুক্তি পাক ও স্বৈরাচার নিপাত যাক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জিল্লুর রহমান ভিটু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম-উর-রহমান, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান, বাসদ জেলা সমন্বয়ক শাহজাহান আলী, রিপন গাজী, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সদস্য কামাল হাসান পলাশ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫২ বছরে ১১টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। তার ৭টি দলীয় সরকারের অধিনে, সব কয়টিই বির্তকিত। ১৪ ও ১৮ সালের তুলনা হয় না। যে ৪টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সেগুলি মোটামুটি চলে। যদি এই সরকার পদত্যাগ না করে নির্বাচনী তফসিল ঘোষণা করলেই দেশব্যাপি বিক্ষোভ এবং পরের দিন থেকে সর্বাত্মক অবরোধ-হরতালসহ নানা কর্মসূচি ঘোষণা করবে বাম গণতান্ত্রিক জোট।
শহীদ নূর হোসেন স্বৈরাচারকে নিপাত করতে গণতন্ত্রকে মুক্ত করতে ৩৬ বছর পূর্বে জীবন দিলেও, এরশাদের পতন হয়েছে। স্বৈরাচার ফ্যাসিবাদ হয়েছে, গণতন্ত্র এখন মুক্তি পায়নি। এই দেশে দিনের ভোট রাতে হয়, বিরোধী দলকে বাইরে রেখে নির্বাচনও করা হয়। আজও গুলি করে শ্রমিক হত্যা করা হচ্ছে।
আলোচনা সভা শেষে বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে দড়াটানা থেকে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়।