
যশোর অফিস : পৃথক অভিযানে যশোরের পুলিশ ৬জন মাদক কারবারিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে।
আটককৃতরা হলো, যশোর শহরতলীর ঝুমঝুমপুর কলোনীর মৃত আনসার আলীর ছেলে শাহিন বিশ^াস (৩২), মজু মিয়ার ছেলে করিম গাজী (২২), বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি এলাকার জয়নালেল ছেলে আবু ছালাম (২১), শাখারীপোতা গ্রামের আক্তারের ছেলে সুজন (২০), যশোর শহরের শংকরপুর বটতলা মোড়ের মৃত মাসুদ আলমের ছেলে আবু সাইদ (৩২), যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের দুর্গা প্রসাদ চক্রবর্তীর ছেলে প্রবীর কুমার চক্রবর্তী (৩৫) ও ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাহবুবুর রহমান (২৪)।
পুলিশ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট মিঠুর স-মিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় (ঢাকা-মেট্রো-খ-১৩-০৪৮৭) নম্বর এক্স করোলা একপি প্রাইভেটকার সেখানে আসে। ওই গাড়িটি থামিয়ে তল্লাশি করে প্রবীর কুমার ও মাহবুবুর রহমানকে আটকসহ গাড়ির মধ্যে বিশেষ কায়দায় রাখা ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
২২ নভেম্বর রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম শহরের ষষ্ঠীতলা পিটিআই রোডে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় সেখান থেকে শাহীন বিশ^াস ও করিম গাজীকে আটকসহ ৭০ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির আরেকটি অভিযানে শহরতলীর পুলেরহাট থেকে আবু ছালাম ও সুজনকে ৬ কেুিজ গাঁজাসহ আটক করা হয়।