
যশোর অফিস : এক বিবাহিতা অষ্টোদশীকে দিয়ে একটি চক্র বিভিন্ন যুবকদের সাথে প্রেমসহ সম্পর্ক তৈরী করে ফাঁদে ফেলে নগদ টাকা হাতিয়ে নেওয়ার এক পর্যায় মোটা অংকের চাঁদা দাবি করে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ করে। ইমন হোসেন নামে এক যুবকে ফাঁদে ফেলে আড়াইলাখ টাকা চাঁদা দাবি করে অপহরণ পূর্বক মুক্তিপণ ও মারপিটের ঘটনায় এক তরুনীসহ চক্রের ৭ জনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে। পুলিশ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এরা হচ্ছে শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঁঠালতলার অহিদুজ্জামান ওরফে শেখ তৌহিদুজ্জামানের ছেলে ওহিদুল ইসলাম রাব্বী, একই এলাকার আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন ছাব্বির ও চাঁচড়া মধ্যপাড়ার মৃত হারুনের ছেলে সোহান। রোববার ৯ জুলাই রাতে মামলাটি করেন, যশোর সদর উপজেলার চাঁচড়া বাবলাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইমন হোসেন। মামলার আসামিরা হচ্ছে, শহরের কাজীপাড়া (গোলামপট্টি) এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইয়াছিন মোহাম্মদ কাজল, নড়াইল জেলার সদর উপজেলার শেখহাটি বাজারস্থ সিদ্দিক মোড়লের মেয়ে মিম, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া কাঠালতলার ওহিদুজ্জামানের ছেলে ওহিদুল ইসলাম রাব্বী, পুরাতন কসবা কাজীপাড়া কাঠালতলার আলমগীর হোসেনের ছেলে আরাফাত হোসেন ছাব্বির, সদর উপজেলার চাঁচড়া খামারপাড়ার রিপন হোসেনের ছেলে জীবন, একই এলাকার গনি এর ছেলে রাইফুল ও একই এলাকার মৃত হারুনের ছেলে সোহানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন।
থানা পুলিশ বাদীর মোটর সাইকেল উদ্ধার করে আসামীদের নিয়ে থানায় আসলে বাদী ঘটনার বিষয়ে পরিবারের লোকজনদের সাথে আলাপ আলোচনা করে অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহের চেষ্টায় ব্যর্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। আটককৃত দু’জনকে সোমবার ১০ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।