যশোর অফিস : বিএনপির সমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদের বঙ্গবন্ধু আাওয়ামী আইনজীবী পরিষদ যশোরের উদ্যোগে আলাদা মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গাজী আব্দুল কাদিরের সভাপতিত্বে আইনজীবী সমিতিরি সামনে ও আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীনের সভাপতিত্বে জেলা জজ আদালতে সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উভয় সমাবেশে বক্তরা বলেন, বিএনপি ঢাকায় সমাবেশের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। পরিকল্পিত ভাবে প্রধান বিচারপতির বাস ভবনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করেছে। পিটিয়ে হত্যা করেছে পুলিশ সদস্যকে। অগ্নিসংযোগ করেছে রাজারবাগ পুলিশ হাসপাতালে। বিএনপি যে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় দেশবাসী আবারও তা দেখে নিল। বক্তরা অবিলম্বে অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধান বিচারপরিতর বাসভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগকারীদের দ্রুত আটক ও বিচারের আওতায় এনে সাজা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
যশোর জেলা আইন কর্মকর্তা এম ইদ্রিস আলীর পরিচলানায় বক্তব্য রাখেন, যশোর জেলা আাওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, আইজীবী সমিতির সাবেক সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, শহর আওমীলীগের সভাপতি ও অতিরিক্তি পিপি আসাদ্দুজামান, শামছুর রহমান, বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান মুকুল, বিষেশ পিপি সাজ্জাদ মোস্তফা রাজা, অতিরিক্ত পিপি খন্দকার দেলোয়ার হোসেন, অসীম কুমার ঘোষ, সাবেক বিশেষ পিপি বদরুজ্জামান পলাশ, খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল, মাহাবুব সরকার লাল্টু, নজরুল ইসলাম বকুল, আবুল কায়েস, খালেদ হাসান জিউস, এককিউএম ফিরোজ, আবুল কায়েস, মাহাবুবুর রহমান মাহবুব,আইয়ুব খান বাবুল, তপন কুমার বিশ্বাস, শাহনাজ পারভীন ছন্দা, শাহিনা আক্তার সুবর্ণা, নাছিমা আক্তার রুবি, আফরোজা সুলতান রনি প্রমুখ।
সৈয়দ কবির হোসেন জনীর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জীবন রতন মিত্র, গৌড় চাঁদ মন্ডল, শেখর চন্দ্র বর্মন, আবু বক্তার সিদ্দিকী, সৈয়দ মোকরম হোসেন, মশিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা মুজিবর রহমান. মুজিবর রহমান মুজিব, নব কুমার কুন্ডু, শেখ তাজ হোসেন তাজু, জিএম আবুল কালাম, রবিউল ইসলাম, গোলাম নবী, ইমদুল হক ইমদাদ, হাদিউজ্জামান প্রমুখ।
যশোরে বঙ্গবন্ধু আাওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধ ও সমাবেশ
Leave a comment