যশোর অফিস : বতর্মান সরকারের পদত্যাগ,এক তরফা প্রহসনের নির্বাচনের তফসিল বাতিলসহ দেশব্যাপী আইনৃঙ্খলা বাহিনীর তান্ডবের প্রতিবাদে রোববার থেকে বিএনপির ডাকে দেশব্যাপী শুরু হয়েছে ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি। গতকাল কর্মসূচির প্রথম দিনে যশোর- ঢাকা রোডে নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। জেলা ছাত্রদল যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে মিছিল স্লোগান অব্যাহত রাখে। যশোর-বেনাপোল সড়কে নগর যুবদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর এইচ এম রোডসহ বিভিন্ন সড়কে সদর উপজেলা যুবদল অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-চৌগাছা সড়কে চৌগাছা উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদল, যশোর-নড়াইল সড়কে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, অবরোধের সমর্থনে মিছিল করে। যশোর-মনিরামপুর সড়কে মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল অবরোধের সমর্থনে মিছিল করে।
এদিকে অবরোধের সমর্থনে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
এদিকে রোববার নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সালের বাড়িতে পুলিশ অভিযান চালায়। শনিবার গভীর রাতে মনিরামপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইউনুস আলী জুয়েলের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এসময় তাকে না পেয়ে পরিবারের সদস্যদের সাতে চরম অসৌজন্যমূলক আচরণ করে।
যশোরে বিএনপি’র ডাকে অবরোধ পালিত
Leave a comment