যশোর অফিস : যশোরের নুরপুরের একটি বেকারীতে চুরির ঘটনা ঘটেছে। তবে, চোর চক্রের এক সদস্য ভ্যানভর্তি মালামাল সহ আটক করা হয়েছে। এঘটনায় বেকারী মালিক ক্ষিতিবদিয়া গ্রামের সালাহউদ্দিন বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক জুয়েল রানা শংকরপুর গোলাপাতা মসজিদ এলাকার বাসিন্দা। পলাতক আসামি নুরপুরের রকি।
মামলায় বাদী উল্লেখ করেন, নুরপুরে তার ভ্যানিলা ফুড প্রোডাক্টস নামে একটি বেকারী রয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার পর থেকে ২০ সেপ্টেম্বর ভোর পাঁচটা পর্যন্ত যেকোনো সময় ওই দুই আসামিসহ অজ্ঞাত আরও কয়েকজন জানালা ভেঙে তার বেকারীতে ঢুকে বিস্কুট তৈরীর মেশিনসহ একলাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে তিনি খোঁজাখুজি শুরু করে। এরমাঝে ২১ সেপ্টেম্বর দুপুরে নুরপুর নদীর ভেতর থেকে তার জোরাই মালামাল উঠিয়ে ভ্যানে করে নিয়ে যেতে দেখে। পরে স্থানীয়রা ধাওয়া করলে রকি পালিয়ে গেলেও জুয়েল রানাকে ভ্যানসহ আটক করে। পরে পুলিশকে খবর দিয়ে তারা এসে জুয়েলকে হেফাজতে নেয়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদে সব স্বিকার করেন জুয়েল রানা।