যশোর প্রতিনিধি : পিতার ক্রয়কৃত ২১ একর ৫৭ শতক জমি চিহ্নিত সন্ত্রাসীরা জোর পূর্বক দখলসহ জমির ফসল জোর পূর্বক কেটে নিয়ে প্রান নাশের হুমকী অব্যাহত রেখেছে। ঘটনাটি যশোরের চৌগাছা উপজেলার ১১ নং সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের। ওই গ্রামের মৃত হায়দার আলীর মেয়ে স্নেহলতা পারভীন পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার জন্য যশোরের পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করে অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ সুপার কার্যায়ের অভিযোগ পত্র জমা দেওয়া হয় স্মারক নং ৪২৬৩। তিনি ভূমি দস্যু হিসেবে অভিযোগে উল্লেখ করেছেন, যশোরের চৌগাছা উপজেলার ১০ নং নারায়ণপুর ইউনিয়নের বাদে খানপুর গামের মৃত মহতাব উদ্দীনের ছেলে মজনুসহ তার সহযোগী অজ্ঞাতনামা ৮/১০জন। বাদি তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, আসামীরা দাংগাবাজ ও ভূমিদস্যু প্রকৃতির লোকজন। উক্ত আসামীদের নামে নাশকতা মামলা সহ হত্যা, খুন, গুম, চাঁদাবাজী ও মাদক মামলা আছে। উক্ত আসামী তার সহযোগী আসামীদের সহায়তায় সন্ত্রাসী মূলক কর্মকান্ড সংগঠন করিয়া এলাকার নিরিহ ও শান্তিপ্রিয় লোকজনদের বিভিন্ন ভাবে হয়রানী করে, জমি দখল সহ বাড়ী দখলে নিয়ে চাঁদা আদায় করে। চাঁদার টাকা না দিলে খুন করার হুমকি দিয়ে মারপিট করে বিভিন্ন ভাবে অত্যাচার নির্ঘাতন করে। যশোর চৌগাছা থানাধীন সুখপুকুরিয়া, মাকাপুর ও বল্লভপুর মৌজায়, বিভিন্ন খতিয়ানে ও বিভিন্ন দাগে আমার পিতা হায়দার আলী মারা যাওয়ার পূর্বে তার ক্রয়কৃত মোট ২১ একর ৫৭ শতক জমি রেখে যায়। আমি সহ আমরা ৬ ভাইবোন উক্ত জমি ভোগ দখলে থাকা অবস্থায় উক্ত আসামী তার সন্ত্রাসী ক্যাডার বাহিনীদের সহায়তায় জোর পূর্বক অন্যায় ভাবে তাদের দাবী করিয়া স্থায়ী ভাবে দখলে নেওয়ার লক্ষে বিভিন্ন সময় আমাদের সাথে গোলযোগ করে ও হ্রাস সষ্টি করিয়া অবৈধ দেশিয় অস্ত্র প্রদর্শন মারপিট খুন, জখম করার হুমকি আমাদের জমির ফসল ধান, পাট, গাছ কাটিয়া নিয়ে অপুরনীয় ক্ষতি করিয়া আসিতেছে। উক্ত ঘটনায় আমরা প্রতিবাদ করিতে গেলে খুন করার হুমকি দিয়ে ইতপূর্বে ২/৩ বার মারপিট করিয়া জখম করিয়াছে। উক্ত ঘটনায় ইতিপূর্বে থানায় একাথিক বার লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ দিলেও কোন আইনী সহায়তা পাই নাই। স্থানীয় কুচক্রী মহলের ও আসামীদের দ্বারা প্রভাবিত হইয়া আসামীদের বিরুদ্ধে কোন ব্যবস্থ নেয় নাই। আসামীরা বর্তমানে অধিক সন্ত্রাসী কার্যক্রম করিয়া আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি সহ আমরা জমিতে গেলে মারপিট খুন জখন করার হুমকি দিচ্ছে। উক্ত আসামী তার সন্ত্রাসী বাহিনীদের সাথে নিয়ে মাকাপুর মৌজায় মাকাপুর বাজারের পাশের বাদির জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমন মৌসুমে রোপন করা পাকা ধান ও কলাই কেটে নিচ্ছে। আসামীদের সন্ত্রাসী কর্মকান্ডে প্রান বাঁচানোর দায়ে বাদিসহ তার পরিবারের লোকজন জমি থেকে সরে আসেন। আসামীরা বাদির পরিবারের জমি দখলে নেওয়ার জন্য অন্যান্য জমিতে ধান কাটতে গেলে বাদি বাঁধাদিলে ঘটনাস্থলে মারপিট সহ বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে। আসামীরা বাদির পরিবারকে দেখে নেওয়ার হুমকি নিয়ে তাদের জমি এলাকায় মহড়া দিচ্ছে। আসামীরা জমি নিয়া বাদির পরিবারকে অহেতুক হয়রানী সহ ক্ষতি করছে। ভূমি দস্যুদের সন্ত্রাসী কার্যকলাপ স্থানীয় মাকাপুর গ্রামের ইসলামের ছেলে জয়নাল, একই গ্রামের ওহাব আলীর ছেলে সামম্বার, ইয়ার আলীর ছেলে একমি ও লিয়াকত আলীর ছেলে রোকন স্থানীয় গনমানা লোকজনদের জানিয়ে ও উক্ত বিষয়ে থানায় অভিযোগ দাখিল করে কোন সুফল না পেয়ে পুলিশ সুপারের দৃষ্টি কামনার জন্য নতুন করে অভিযোগ দায়ের করেন।