যশোর অফিস : যশোরের আলাদা অভিযানে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ৪ জনকে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার এসআাই মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গত মঙ্গলবার দিনগত রাত পৌঁনে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাস্থ এমপি মার্কেটের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ নজরুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে রঘুনাথপুর পূর্বপাড়ার জহুর আলী সরদারের ছেলে।
ডিবি পুলিশের এসআই রইচ আহমেদ জানিয়েছেন, গত মঙ্গলবার রাত পৌঁণে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার আমড়াখালী কাগমারি গ্রাম থেকে ৩০ বোতলে ফেনসিডিলসহ বিল্লাল হোসেন ওরফে আজিজুর (৩৭) নামে এক যুবককে আটক করা হয়। আজিজুর উত্তর বারোপোতা গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির এটিএসআই জসিম উদ্দিন জানিয়েছেন, গত সোমবার শহরের নড়াইল বাসস্ট্যান্ড আনারস পট্টির কাছ থেকে দেড়শ গ্রাম গাঁজাসহ তানভীর ইসলাম (২০) নামে এক যুবককে আটক করা হয়। সে লোন অফিস পাড়ার তরিকুল ইসলামের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের এসআই সেলিম রেজা জানিয়েছেন, গত মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে নাজির শংকরপুর সিটি প্লাজার সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ শামীম হোসেন (২১) নামে এক যুবককে আটক করা হয়। সে মুড়লী খাঁ পাড়ার তুজাম বিশ্বাসের ছেলে।