যশোর অফিস : মাদক সেবন করে গভীর রাতে শহরের রেলগেট তেঁতুলতলা মোড়স্থ এলাকায় বেসামাল চিল্লা পাল্লাসহ জনসাধারণের বিরক্তি করন করায় পুলিশ শান্ত শেখ নামে এক মাতালকে আটক করেছে।সে রেলগেট তেঁতুলতলা জনৈক বাবলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সেলিম শেখ এর ছেলে। এ ঘটনায় গভীর রাতে কোতয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চাঁচড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, ফাঁড়ির এক এসআইসহ একদল পুলিশ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের দায়িত্ব পালন করার সময় রেলষ্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান রেলগেট তেঁতুলতলা এলাকায় এক যুবক মাদক সেবন করে বেসামাল ও অসলগ্ন কথাবার্তা বলে জনসাধারণের বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। রাত আড়াইটার সময় সেখানে পৌছালে শান্ত শেখ নামে এক যুবককে মাতলামি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসলগ্ন হলে তাকে হেফাজতে নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে তার মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হন। পরে তাকে থানায় এনে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেন। মঙ্গলবার ১৬ জুলাই দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।