যশোর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চুকনগর-নওয়াপাড়া সড়কের উপজেলার কলাগাছি বাজারের পাশে আড়খালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন , যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া বাজারের কম্পিউটার ও ফটোকপির দোকানদার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন জানান, চুকনগরের দিক থেকে মোটরসাইকেল যোগে দিপু মন্ডল ওরফে সাগর ও রাজু আহমেদ কেশবপুরের কলাগাছি বাজারের দিকে আসছিল। পথিমধ্যে আড়খালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রবাহী ট্রেকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলেই মারা যান।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে আত্মীয়-স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
Leave a comment