যশোর অফিস : গত মঙ্গলবার রাত নয়টার দিকে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকা থেকে যৌথ বাহিনী ও র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করেছে।
গোপন সংবাদ এর ভিত্তিতে যৌথ বাহিনী ও র্যাব সদস্যরা বালিয়াডাঙ্গা এলাকার একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল গুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া ককটেল গুলো যশোর কোতোয়ালি থানায় জমা দিয়েছে। এ ঘটনায় সাধারণ জিডি হয়েছে কোতোয়ালি থানায় ।